সিলেটে টিসিবি পণ্য বিক্রি শুরু
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৩, ৯:৩২:২০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : পবিত্র রমজান উপলক্ষে সিলেট নগরীতে সুলভ মূল্যে টিসিবি পণ্যবিক্রি শুরু হয়েছে। ১ম পর্যায়ে বধুবার থেকে নগরীর ১টি ওয়ার্ড, সদর উপজেলার খাদিমনগর ও খাদিমপাড়ায় পণ্য বিক্রি শুরু হয়। বৃহস্পতিবার সকালে নগরীর ১৩নং ওয়ার্ডে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম।
তিনি দৈনিক জালালাবাদকে জানান, ইতোমধ্যে নগরীর বিভিন্ন ওয়ার্ড ও সদর উপজেলার কয়েকটি ইউনিয়নে টিসিবি পণ্য বিক্রি শুরু হয়েছে। ইউনিয়ন নির্বাচনের কারণে সদর উপজেলায় বৃহস্পতিবার টিসিবি পণ্য বিক্রি বন্ধ ছিল। বৃহস্পতিবার ১৩নং ওয়ার্ডে জেলা প্রশাসনের মনিটরিং টীমের সদস্য হিসেবে আমি নিজে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম পরিদর্শন করেছি। উক্ত ওয়ার্ডের ২ হাজার ২০৪ জন উপকারভোগীর মধ্য থেকে ১ হাজার ১০০ জন কার্ডধারীর মাঝে ২য় দিনের মত পণ্য বিক্রয় করা হয়েছে। আগামী রোববার থেকে একযুগে নগরীর ১৫টি ওয়ার্ডে পণ্য বিক্রি শুরু হবে।
জানা গেছে, গত ১৪ মার্চ ২০২৩ থেকে সিলেট সিটি কর্পোরেশনের নিম্নআয়ের মানুষের মাঝে ভর্তুকিমূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় করার মধ্য দিয়ে সিলেট জেলায় আসন্ন পবিত্র রমজান মাসের কার্যক্রম শুরু হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী একজন উপকারভোগী ১ কেজি চিনি ৬০ টাকা কেজি দরে, ১ কেজি ছোলা ৫০ টাকা কেজি দরে, ২ কেজি মসুর ডাল ৭০ টাকা কেজি দরে এবং ২ লিটার সয়াবিন তেল ১১০ টাকা প্রতি লিটার দরে ক্রয় করেন।
প্রাপ্তিসাপেক্ষে পরবর্তীতে টিসিবি থেকে পণ্য জেলার অন্যান্য উপজেলা ও সিটি কর্পোরেশনের বাকি ওয়ার্ডে পর্যায়ক্রমে পণ্য বিক্রয় করা হবে।
এদিকে সিলেট বিভাগের ৪ জেলায় প্রতিদিনই পণ্য যাচ্ছে বলে জানিয়েছেন টিসিবির সিলেট অঞ্চলের আঞ্চলিক পরিচালক মো: ইসমাইল মজুমদার। তিনি বলেন, সকল জেলাতেই প্রতিদিন টিসিবি পণ্য যাচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত কতজন ডিলার পণ্য নিয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এর সঠিক হিসাব এই মুহুর্তে দেয়া যাচ্ছেনা। তবে সকল জেলার উপজেলা পর্যায়ে পণ্য যাওয়া অব্যাহত রয়েছে।