৩৮নং ওয়ার্ডে জামায়াতের ফ্রি খৎনা ক্যাম্প
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৩, ৫:৩৮:২৪ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ইসলামী আন্দোলনে শামিল হওয়ার পথ সব সময়ই কাটায় ঘেরা। মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই বাংলাদেশের সবুজ ভুখন্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্য। হকের পথে চলতে গিয়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সীমাহিন জেল জুলুম ও শাহাদাতের অমিয় সুধা পান করতে হয়েছে। তবুও জামায়াতকে দমিয়ে রাখা যায়নি। কারণ ইসলামী আন্দোলনের কর্মীদের যে কোন পরিস্থিতিতে আর্তমানবতার কল্যাণে কাজ করে যেতে হবে। মানবতার কল্যাণে জামায়াতের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
তিনি শুক্রবার সিলেট মহানগরীর জালালাবাদ থানা জামায়াতের উদ্যোগে নগরীর ৩৮নং ওয়ার্ডের কুমারগাও এলাকায় অনুষ্ঠিত ফ্রি খৎনা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
থানা আমীর মাওলানা আলা উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা জুনাইদ আল হাবীবের পরিচালনায় ফ্রি খৎনা ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা সোহেল ও সহকারী সেক্রেটারী ড. নুরুল ইসলাম বাবুল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কুমারগাঁও পঞ্চায়েত কমিটির সভাপতি হিরা মিয়া, তেমুখী ব্যবসায়ী কমিটির সভাপতি মাশুক মিয়া, সালিশ ব্যক্তিত্ব মাওলানা নূরুল ইসলাম, ৩৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি প্রভাষক দুলাল আহমদ, সহ-সভাপতি মাওলানা উসমান গনি, মাষ্টার গোলজার আহমদ, আব্দুর রহিম, ৩৮নং ওয়ার্ড সেক্রেটারি হোসাইন আহমদ, মো: বেলাল আহমদ, সমাজকর্মী আব্দুল খালিক, মতিউর রহমান, আল-আমীন ও জুবায়ের আহমদ প্রমূখ।
অনুষ্ঠানে ৩৬ জন শিশুকে ফ্রি খৎনা দেয়া হয়। ক্যাম্প সফলে এলাকার যুব ও ছাত্রসমাজসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ সার্বিকভাবে সহযোগিতা করেন। বিজ্ঞপ্তি