নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৩, ৫:৪৮:৫৭ অপরাহ্ন
শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কেক কাটা ও আলোচনার মাধ্যমে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্্যাপিত হয়। শুক্রবার উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয় আফসীন জান্নাত চৌধুরী, ২য় মাহবিন চৌধুরী জারা এবং ৩য় দেবজ্যোতি গোপ রিদিম।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার পর শিশুদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কেক কাটা হয়। কেক কাটা শেষে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশগ্রহণ করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস, হিউমিনিটজ এন্ড সোস্যাল সায়েন্সেস অনুষদের ডীন, প্রফেসর ডাঃ রঞ্জিত কুমার দে, ব্যবসায় অনুষদের ডীন প্রফেসর মোঃ হারুনুর রশীদ এবং আয়োজক কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক তাসনিম জাহান। অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ শাহজাদা আল সাদিক। বিজ্ঞপ্তি