দক্ষিণকূল মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৩, ৬:১০:৪৭ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণকূল মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বালিজুরী ইউনিয়নের দক্ষিণকূল মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুজ্জামান আনিস, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুভাশ মিয়া, পুলিশ বিট অফিসার নাজমুল হক, বালিজুরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া, ইউনিয়ন পরিষদের সচিব মহিতোষ পাল, ইউনিয়ন যুবলীগ সভাপতি জিয়া উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।