বিশ্বম্ভরপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা ২২ মার্চ
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৩, ৬:৩২:৩০ অপরাহ্ন
বিশ্বম্ভরপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রী সুনামগঞ্জ জেলার প্রথম উপজেলা হিসেবে বিশ্বম্ভরপুর উপজেলাকে আনুষ্ঠানিকভাবে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় আগামী ২২ মার্চ জাতীয় পর্যায়ে আনুষ্ঠানিকভাবে দেশের অন্যান্য স্থানের সাথে সুনামগঞ্জ জেলার প্রথম উপজেলা হিসাবে বিশ্বম্ভরপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর ‘বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবেনা’ ঘোষণার প্রেক্ষিতে সারা বাংলাদেশে ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ১টি সেমি পাকা ঘর ও ২ শতক করে খাস ভূমি বন্দোবস্ত প্রদানের কার্যক্রম শুরু করে জেলা ও উপজেলা প্রশাসন।
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় ১ ডিসেম্বর ২০২০ হতে উপজেলা টাস্কফোর্স কমিটি কর্তৃক প্রণীত ভূমিহীন ও গৃহহীন (ক শ্রেণী) এর তালিকা অনুযায়ী গৃহনির্মাণ কার্যক্রম শুরু করা হয়। ৪টি পর্যায়ের ১ম পর্যায়ে ১৫০ টি, ২য় পর্যায়ে ৬০ টি, ৩য় পর্যায়ে ৩৫৯ টি, ৪র্থ পর্যায়ে ১১২ টি মোট ৬৮১ টি পরিবারকে একক গৃহ এবং ৫০টি পরিবারকে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক সেমিপাকা ব্যারাকে পুনর্বাসিত করা হয়। সর্বমোট ৭৭১টি পরিবারকে পুনর্বাসন করা হয়। পুনর্বাসিত পরিবারগুলোকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর মাধ্যমে বিনামূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুত সংযোগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে প্রতি ১০টি পরিবারের জন্য ১টি সুপেয় পানির টিউবওয়েল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বিনামূল্যে সার ও বীজ প্রদানসহ বিভিন্ন সরকারি দপ্তর কর্তৃক সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে।
বিশ্বম্ভরপুর উপজেলায় ৭৩১ টি পরিবারের মধ্যে ফতেপুর ইউনিয়নে ২০৪ টি, পলাশ ইউনিয়নে ৫২ টি, সলুকাবাদ ইউনিয়নে ১৭৩ টি, বাদাঘাট (দ:) ইউনিয়নে ২০১টি এবং ধনপুর ইউনিয়নে ১০১ টি পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের সমন্বয়ে গঠিত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে একক গৃহগুলো নির্মাণ করা হয়। প্রতিটি গৃহের জন্য (৪র্থ পর্যায়) বরাদ্দ ২৮৪৫০০/- টাকা এবং নামজারী ও কবুলিয়তের জন্য বরাদ্দ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রদান করা হয়েছে।