মাধবপুরে বঙ্গবন্ধুর জন্মদিন পালন
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৩, ৭:০১:৪২ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার লোকজন। পরে সকাল ১০ টায় উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান, সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল সাত্তার বেগ, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, আওয়ামীলীগ নেতা মাধব রায়, যুবলীগ সভাপতি ফারুক পাঠান, সেক্রেটারী আবুল কাসেম, মিজানুর রহমান, শ্রমিকলীগ সভাপতি সৈয়দ হাবিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি অলিদ মিয়া, সেক্রেটারি সাব্বির হাসান প্রমূখ।