জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৩, ৭:২২:১৫ অপরাহ্ন
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে (জেসিপিএসসি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়।
শুক্রবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠান উপলক্ষে শেখ রাসেল দেয়ালিকায় বঙ্গবন্ধুর ছবি ও বাণী প্রদর্শন এবং তাঁর তেজোদীপ্ত বিভিন্ন উদ্ধৃতি দিয়ে প্রতিষ্ঠানে ফ্যাস্টুন চিত্রিত হয়। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর সংগ্রামী ও বর্ণিল জীবন এবং ৭ মার্চের ভাষণের প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ লে. কর্নেল মো. কুদ্দুসুর রহমান, পিএসসি। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মো. আবদুল হান্নান, শিক্ষকম-লী, আমন্ত্রিত অতিথি, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অষ্টম শ্রেণির শিক্ষার্থী উম্মে হাবিবা আদিবা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এবং খোকা থেকে বঙ্গবন্ধু বিষয়ক বক্তব্য উপস্থাপন করেন নবম শ্রেণির শিক্ষার্থী জাহিন আল সাবাহ, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনাদর্শ তুলে ধরেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাফিসা আক্তার ভুঁইয়া এবং স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু বিষয়ক বক্তব্য তুলে ধরেন প্রভাষক মোঃ ফাহিম উদ্দিন। জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুর স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য বিষয়ক আলোচনা উপস্থাপন করেন গার্হস্থ্য বিষয়ের সহকারী শিক্ষক মেহেতারীন শারমিন। বিজ্ঞপ্তি