উইমেন্স মেডিকেল কলেজে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৩, ৭:২৬:১৮ অপরাহ্ন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালে আলোচনা সভা, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও ফ্রি ব্লাড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে কলেজ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা: ফজলুর রহিম কায়সারের সভাপতিত্বে ও উপপরিচালক চর্ম ও যৌন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ হিমাংশু শেখর দাসের পরিচালনায় বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ নজরুল ইসলাম ভুইঁয়া, অধ্যাপক ডাঃ মোঃ তহুর আব্দুল্লাহ চৌধুরী, নার্সিং কলেজের অধ্যক্ষ মোঃ ফয়সল আহমদ চৌধুরী।
উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ সিদ্ধার্থ পাল, অধ্যাপক ডাঃ মোঃ আল মোহাইমিন সোহেল, সহকারী পরিচালক ডা: তাহফীম আহমদ রিফাত, সহকারী পরিচালক ডাঃ আবু তারেক রাসেল, ১ম বর্ষ এমবিবিএস ছাত্রী সায়রা ইসলাম, ১ম বর্ষ নার্সিং ডিপোমা ছাত্র রাসেল মিয়া প্রমুখ।
এ উপলক্ষে রচনা প্রতিযোগিতায় ১ম হয়েছেন ১৭তম ব্যাচের তাওরাত তাহসিনা, ২য় মৃত্তিকা দেব অর্চি, ৩য় প্রমিতা রানিবর্মন চৈতী ও মাগফুরা জামান। বিশেষ পুরস্কার পেয়েছেন নার্সিং এর রাসেল মিয়া ও এমবিবিএস ১৭ তম ব্যাচের স্বাক্ষী শিভাম। বিজ্ঞপ্তি