বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েতের কার্যকরী কমিটি পুনর্গঠন
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৩, ৭:২৯:৩৭ অপরাহ্ন
কুয়েত প্রতিনিধি: বৃহস্পতিবার রাতে কুয়েত সিটির রাজধানী হোটেলের হল রুমে বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েতের সভাপতি নাসির উদ্দিন খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় কমিটি পুনর্গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।১
পুনর্গঠিত কমিটিতে নতুন দায়িত্ব পেয়েছেন সহ-সভাপতি মোঃ বিলাল হোসেন, সংগঠনিক সম্পাদক মোঃ আলাল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ভূঁইয়া ও আইন সম্পাদক সাইফুল ইসলাম।
এসময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন প্রতিদিনের পত্রিকার প্রধান উপদেষ্টা মোঃ বিল্লাল উদ্দিন, বাংলা প্রেসক্লাব কুয়েত সভাপতি আল আমিন সরকার, কবি আজাদ নুর, ফেনী সমিতির নুর আলম মোল্লা, সুন্দরবন স্পোটিং ক্লাবের সভাপতি নাসির উদ্দিন, সেবক সংগঠন কুয়েতের সভাপতি ইদ্রিস আলী, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আহাদ আম্বিয়া খোকন ও প্রচার সম্পাদক আহমেদ আকাশ।
আলোচনা সভায় কুয়েত প্রবাসী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।