গোয়াইনঘাটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৩, ৭:৫১:৫৮ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি:
গোয়াইনঘাটে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করেছে।
শুক্রবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন, পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড, থানা পুলিশ, আওয়ামীলীগ ও অংগ সংগঠন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে। সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ ও ইউএনও তাহমিলুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী বের হয়। সকাল ১১টায় ইউএনও এর সভাপতিত্বে হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, আ’লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন, এএসপি গোয়াইনঘাট সার্কেল প্রবাস কুমার সিং, ওসি কে এম নজরুল ইসলাম, অধ্যক্ষ ফজলুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক আ. হক. আ’লীগ নেতা সুবাস চন্দ্র পাল ছানা, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, লেঙ্গুড়া ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান। দিবসটি উপলক্ষে গোয়াইনঘাট স্টুডেন্ট ক্লাব আয়োজিত বইমেলার উদ্বোধন করেন অতিথিরা। পরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। বাদ জোহর মডেল মসজিদে অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল। বিকাল অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ।
দিবস উপলক্ষে ইসলামিক ফাউ-েশন গোয়াইনঘাট পৃথক কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা, মিলাদ দোয়া মাহফিল ও পুরষ্কার বিতরণ। এছাড়া উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে বিভিন্ন ইউপির কিশোরী ক্লাবে র্যালী, আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।