স্মার্ট প্রবাসী গড়তে প্রশিক্ষণের বিকল্প নেই: জেলা প্রশাসক
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৩, ৮:৪৪:২১ অপরাহ্ন
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। দক্ষ জনশক্তি তৈরী করতে ব্যাপক পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে সরকার। দক্ষ জনশক্তি শুধু বৈদেশিক অর্থ উপার্জনের হাতিয়ার নয়, বরং এই জনশক্তিই দেশের মূল চালিকা শক্তি ও দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ ওভারসীজ সেন্টারে জেলা প্রশাসনের আয়োজনে দক্ষ ও স্মার্ট প্রবাসী গড়ার লক্ষে বিনামূল্যে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোবারক হোসেনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া বিনতে সোলায়মানের পরিচালনায় উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ড মেম্বার ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো: মাহবুবুর রহমান, সাংবাদিক মিঠু দাস জয়সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।
কর্মশালায় বিদেশ-যাত্রীদের বিনামূল্যে বেসিক কম্পিউটার, স্পোকেন ইংলিশ, উদ্যোক্তা উন্নয়ন ও স্মার্ট প্রবাসী তৈরীতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এসব প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিতে আগ্রহীদের সিলেট নগরীর জিন্দাবাজারস্থ ওভারসীজ সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি