চলতি সেশনেই সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৩, ৫:৫২:৪৮ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: চলতি সেশনেই সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সুবিপ্রবি) ক্লাস শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। চারটি বিষয়ে ১২০ শিক্ষার্থী নিয়ে ক্লাস শুরুর চিন্তা ভাবনা কর্তৃপক্ষের। ভবন নির্মাণের আগে শান্তিগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনগুলোকে কাজে লাগানোর চিন্তা করা হচ্ছে। এ খবরে হাওরবাসীর মাঝে উচ্ছ্বাস বিরাজ করছে।
জানা গেছে শুরুর দিকে চারটি বিষয় খোলার জন্য বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশনের (ইউজিসির) কাছে অনুমতি চাওয়া হয়েছে। বিজ্ঞানের তিনটি এবং প্রকৌশল বিষয়ে একটি বিষয় খোলার চেষ্টা হচ্ছে। বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষের একাধিক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। এদিকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে এই মাসের শুরুর দিকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের জন্য আপাতত ৭৫ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে। ২০২০ সালের ১৮ নভেম্বর জাতীয় সংসদে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাস হয়। এরপর জমি নিয়ে স্থানীয় সংসদ সদস্যদের মধ্যে মতভিন্নতা দেখা দেওয়ায় এর কাজে কিছুটা বিলম্ব হয়। গত বছরের ১৭ সেপ্টেম্বর সুনামগঞ্জের সকল সংসদ সদস্যগণ একসঙ্গে এসে বিশ্ববিদ্যালয়ের স্থানের জন্য জমি নির্ধারণ করেন।
এর আগে ২০২২ সালের ১৫ জুন বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক মো. আবু নঈম শেখ। অধ্যাপক মো. আবু নঈম শেখ গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) গণিত বিভাগের প্রধান ছিলেন। নিয়োগের দিন থেকে তাঁর মেয়াদ চার বছর। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অফিসও নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশ এলাকায়। তিনি রাজধানী এবং সুনামগঞ্জ দুই স্থানেই অফিস করছেন। চলতি বছরের জানুয়ারির শেষের দিকে বিশ্ববিদ্যালয়ের জন্য ২০০ একর জমি অধিগ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠান উপাচার্য। শিক্ষা মন্ত্রণালয় ৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের জন্য ৭৫ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্তের কথা জানায়। সেই অনুযায়ী কাগজপত্র জমা দেবার জন্য উপাচার্যকে চিঠি পাঠায় মন্ত্রণালয়। উপাচার্যের পক্ষ থেকে ইতিমধ্যে জমি’র বিবরণসহ কাগজপত্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।
এদিকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইউজিসি’র কাছে চলতি সেশনেই (২০২২-২৩ সেশনেই) চারটি বিষয়ে পাঠদান শুরু করার জন্য অনুমতি চেয়ে চিঠি পাঠিয়েছে। চিঠিতে দুটি অনুষদের মধ্যে বিজ্ঞান অনুষদে গণিত, পদার্থ ও রসায়ন এবং প্রকৌশল অনুষদে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রত্যেক বিভাগে ৩০ জন করে ১২০ জন শিক্ষার্থী ভর্তির অনুমতি চাওয়া হয়েছে। ইউজিসির অনুমতি পেলেই ছাত্রভর্তি ও পাঠদান শুরু হবে।