মুজিবপল্লীর জায়গায় মাটি ভরাটের কাজ উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৩, ৫:৫৭:০৪ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য মুজিবপল্লীর জায়গায় মাটি ভরাটের কাজের শুরু হয়েছে।শনিবার দুপুরে উপজেলার বালিজুরী ইউনিয়নের দক্ষিণকুল গ্রামে মাটি ভরাটের কাজের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আজাদ হোসাইন। এসময় বালিজুরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া, মহিলা মেম্বার রুহেনা, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী আলী আমজাদ, ছাত্রলীগ নেতা রাইবুল ইসলাম, দিবাকর সরকার নান্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান আজাদ হোসাইন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশের ন্যায় বালিজুরী ইউনিয়নের সকল সেক্টরের উন্নয়নমুলক কাজ চলছে। তারই ধারাবাহিকতায় এই ইউনিয়নের ভূমিহীন ও গৃহহীন মানুষকে জায়গাসহ ঘর দেয়ার লক্ষ্যে কাজ শুরু হয়েছে।