যুক্তরাজ্যে সাংবাদিক খালেদ ও আইনজীবী সাকি সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৩, ৬:০৩:৩৮ অপরাহ্ন
যুক্তরাজ্য সফররত সিলেট প্রেসক্লাবের সাবেক পাঠাগার ও প্রকাশনা সম্পাদক খালেদ আহমদ ও আইনজীবী সাকি শাহ ফরিদীকে সংবর্ধনা প্রদান করেছে অনলাইন বাংলা টিভি চ্যানেল এলবি২৪। বৃহস্পতিবার রাতে লন্ডনের বো রোডে অবস্থিত কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় চ্যানেলের হেড অব প্রোগ্রাম সাংবাদিক এনাম চৌধুরীর সঞ্চালনায় সুহৃদ আড্ডায় অংশ নেন বৃটেনের সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, সাংবাদিক সৈয়দ মিছবাহ জামাল, সাংবাদিক জামাল আহমদ খান, ব্যারিষ্টার সাইফুদ্দিন খালেদ, ব্যারিষ্টার নুরুল হুদা জুনেদ, বিবিসি বাংলার সাংবাদিক মারুফ আহমদ, কাউন্সিলর আয়েশা চৌধুরী, সমাজসেবক ও উপস্থাপিকা রওশন আরা নীপা, ছড়াকার সাহারা খানসহ বিশিষ্টজনেরা। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেলের ফাউন্ডার এন্ড এডিটর সাংবাদিক শাহ ইউসুফ।
এ সময় বক্তারা প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন এবং এগুলোর সমাধানে যথাযথ পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানান। বিশেষ করে বিমানের অতিরিক্ত ভাড়া আদায়, সিট থাকা সত্বেও টিকেট না পাওয়া এবং সিলেট বিমানবন্দরে প্রবাসীদের হয়রানির বিষয়টি গণমাধ্যম তুলে নিয়ে আসার আহবান জানান। একই সাথে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র সহজ শর্তে দ্রুত প্রদান করার জন্য অনুরোধ জানান। সরকারের প্রবাসী সেলের সেবার পরিধি আরো বাড়ানোরও দাবি তুলেন যুক্তরাজ্যে অবস্থানরত বিশিষ্টজনেরা। পরে এক নৈশভোজের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি