বাহরাইনে তা’লিমুল কোরআনের রমজান শীর্ষক আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৩, ৬:০৫:৪৬ অপরাহ্ন
বাহরাইন প্রতিনিধি: তা’লিমুল কোরআন বাহরাইনের উদ্যোগে খোশ আমদেদ মাহে রমজান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দেশটির মোহাররক এলাকায় স্থানীয় সময় বিকেল ৪ টায় আল ইসলাহ সোসাইটি হলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও আল হেরা শিল্পী গোষ্ঠীর ইসলামী সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
সংগঠনের সভাপতি প্রকৌশলী জয়নাল আবেদিনের সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার মঞ্জুর আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কুল বাহরাইনের পরিচালনা পরিষদের চেয়ারম্যান মুইজ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাহরাইন ইউনিভার্সিটির প্রফেসর ডঃ সোলায়মান, বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি মাজহারুল হক নয়ন, সাবের আহমেদ, মোঃ আকবর হোসেন, সিরাজুল ইসলাম চুন্নু, আইনুল হক, আলাউদ্দিন আহমেদ, গিয়াস উদ্দিন মিয়াজি, তাওলাদ হোসেন, জয়নাল আবেদিন, ইঞ্জিনিয়ার হুমায়ন, সিরাজুল ইসলাম, মোঃ সেলিম উদ্দিন, মোঃ সালাহ উদ্দিনসহ বাহরাইনে অবস্থানরত বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ীক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা করেন মিজানুর রহমান ও রমজান বিষয়ক মাসয়াল মাসায়েলের প্রশ্নোত্তর দেন ইঞ্জিনিয়ার জয়নাল আবেদিন।