রমজানে কুদরত উল্লাহ মসজিদে চালু হচ্ছে সহীহ কুরআন শিক্ষা কোর্স
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৩, ৬:১০:২৯ অপরাহ্ন
বিশুদ্ধ কুরআন তেলাওয়াত একটি সর্বজনীন ইবাদত। বাংলাদেশের প্রেক্ষাপটে অশুদ্ধ তেলাওয়াতের প্রচলন একটি দুরারোগ্য ব্যাধি। এই কঠিন ব্যাধি থেকে দেশের মুসলিম সমাজকে উত্তরণের লক্ষ্যে তা’লীমুল কুরআন ফাউন্ডেশন সিলেট মহানগরের উদ্যোগে আন্জুমানে খেদমতে কুরআন সিলেটের ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এবারও নগরীতে চালু হচ্ছে তা’লীমুল কুরআন পদ্ধতিতে পবিত্র কুরআন প্রশিক্ষণ কোর্স।
সিলেট নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদের (দ্বিতীয় তলায়) ১লা রমাদ্বান থেকে প্রতিদিন বাদ যোহর (দুপুর ২ টা থেকে ৩টা ৩০ মিনিট) ব্যবসায়ী, চাকুরিজীবি, পেশাজীবি, আইনজীবি, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ সকল শ্রেণী পেশার মানুষের জন্য কুরআন প্রশিক্ষণের ক্লাস অনুষ্ঠিত হবে।
কুরআন নাজিলের মাসে যাদের তেলাওয়াত সহিহ্ হয় না অথবা মাদ্রাসা, মক্তব, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক যাদের স্বল্প সময় কুরআন শিখানোর সুন্দর কৌশল জানা নাই, তাদের জন্য কুরআন শিক্ষার এ অপূর্ব সুযোগকে কাজে লাগানোর অনুরোধ জানানো হয়েছে।
কুরআন প্রশিক্ষণে আগ্রহীদের নিম্নলিখিত নাম্বারে ০১৭১১-৩০১১৬২ (প্রধান প্রশিক্ষক) যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি