ছাতকে সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৩, ৮:০১:৪২ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি: ছাতক উপজেলার জাউয়াবাজারস্থ প্রয়াস কারিগরি শিক্ষা ও লার্ণিং পয়েন্টের উদ্যোগে প্রতিষ্ঠানের হল রুমে কম্পিউটার ও ইংলিশ স্পোকেন বিভাগের ৪০জন ছাত্র ছাত্রীদের মধ্যে সনদপত্র বিতরণ ও বিদায়ী সংবর্ধনার অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের ছাত্র হাফিজ বিলাল হোসেনের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভার কার্যক্রম শুরু।
প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা মাওলানা জুনায়েদ আহমদ তালুকদারের সভাপতিত্বে এবং ইংরেজি বিভাগের শিক্ষক মকছুর রহমান রেদওয়ান’র পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, মরমী কবি আশিক আল মাইজভান্ডারী, প্রতিষ্ঠানের পরিচালক মোঃ নুরুজ্জামান, মাসুদুল হাসান লাহিন, মোঃ নুরুজ্জামান।
বক্তব্য রাখেন মোঃ সাইফুল ইসলাম, বিলাল হোসেন, গালিব মিয়া, হ্যাপী বেগম, খাদিজা, মাহিমা, লুবনা, লিমা সূত্রধর, ফরহাদুজ্জামান ফয়েজ, তানজিল আহমদ নাসিম, মোঃ খালেকুল আলম প্রমুখ। আলোচনা শেষে কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।