বঙ্গবন্ধুর জন্মদিনে শিশু কিশোর দৌড় প্রতিযোগিতা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৩, ৮:৩১:৩২ অপরাহ্ন
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সিলেটের আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কম্প্লেক্স অনুষ্ঠিত হয়েছে শিশু দৌড় প্রতিযোগিতা।
সিলেট কারাতে স্কুলের উদ্যোগে ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিশু প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শত শত অভিভাবক, দর্শক ও বয়সভিত্তিক বিভিন্ন রঙের জার্সি পরিহিত শিশুদের পদচারনায় মূখরিত হয়ে ওঠে ক্রীড়া কমপ্লেক্স। জাতীয় সংগীতের মাধ্যমে ৫ থেকে ৭ বছর ৫০০ মিটার; ৮ থেকে ১০ বছর ৭৫০ মিটার; ১০ থেকে ১৩ বছর ১০০০ মিটার প্রতিযোগিতা সম্ন্ন হয়। প্রত্যেক বিভাগ থেকে চ্যাম্পিয়নকে ১০ হাজার টাকা, প্রথম রানার আপকে ৭ হাজার টাকা, দ্বিতীয় রানার আপকে ৪ হাজার টাকা করে মোট ১৮ জন শিশুকে সিলেট কারাতে স্কলারশীপ পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা মহিলা ক্রীড়া এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী।
আয়োজক ও সিলেট কারাতের প্রতিষ্ঠাতা পরিচালক আবু ইউসুফ সকলের সহযোগিতা পেলে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে শিশুদের জন্য বড় পরিসরে ইভেন্ট করার ঘোষণা করেন।
মিম আক্তার মায়ার সঞ্চালনায় অতিথিগনের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র দৌড়বিদ আবু নাছের, আজাদ উদ্দিন, জুবায়ের আহমেদ, লায়েক আহমেদ, সোহাগ আহমেদ।