মসজিদুল হারাম ও মসজিদে নববীতে তারাবি পড়াবেন যারা
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৩, ৮:১৭:২২ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের মক্কায় অবস্থিত পবিত্র কাবা বা মসজিদুল হারামে রমজানে তারাবি, বিতর ও তাহাজ্জুদ পড়াবেন ৬ ইমাম। একই সঙ্গে মদিনায় অবস্থিত মসজিদে নববীতে রমজানে ইমামতি করবেন ৬ ইমাম। পবিত্র দ্ইু মসজিদের পরিচালনা পর্ষদের প থেকে তারাবির ইমামদের তালিকা প্রকাশ করা হয়েছে। পরিচালনা পর্ষদের শিডিউল মেনে পুরো রমজানে নামাজ পড়াবেন এই ইমামেরা।
মসজিদে হারামে খতম তারাবি ও তাহাজ্জুদ নামাজের জন্য নির্ধারিত ৬ ইমাম হলেন-শায়খ আব্দুর রহমান সুদাইস, শায়খ ইয়াসির দাওসারি, শায়খ আবদুল্লাহ জুহানি, শায়খ মাহের মুআইকিলি এবং শায়খ বান্দার বালিলা।
এদিকে মসজিদে নববীতে খতম তারাবি ও তাহাজ্জুদ নামাজের জন্য নির্ধারিত ৬ ইমাম হলেন- শায়খ আব্দুল্লাহ বুআইজান, শায়খ আলী হুজাইফি, আহমাদ বিন তালেব হামিদ, শায়খ আব্দুল মুহসিন কাসিম, শায়খ খালেদ মুহান্না, শায়খ সালাহ আল-বুদাইর।
উল্লেখ্য, মসজিদুল হারামের রমজানের ইমামদের তালিকায় রাখা হয়নি জনপ্রিয় ইমাম শায়খ ড. সৌদ আল শুরাইমের নাম। দীর্ঘ ৩২ বছর মসজিদুল হারামের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করার পর গত বছর তিনি পদত্যাগ করেন বলে খবর প্রকাশিত হয়। তবে রমজানে তারাবির ইমাম হিসেবে তার ফেরার কথা থাকলেও তারাবির ইমামদের তালিকায় রাখা হয়নি তার নাম। এর মাধ্যমে তার পদত্যাগের বিষয়টি স্পষ্ট হলো বলে জানিয়েছে মসজিদুল হারাম ও মসজিদে নববী বিষয়ক ওয়েব পোর্টাল হারামাইন শরিফাইন।
সূত্র : হারামাইন শরিফাইন