মৌলভীবাজারে কৃষকদলের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৩, ৯:০৯:০৯ অপরাহ্ন
মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জেলা কৃষকদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।শনিবার বিকেলে জেলা কৃষকদলের উদ্যোগে শহরের কুসুমবাগ এসআর প্লাজার সামন থেকে প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের সেন্ট্রাল রোডের এম সাইফুর রহমান সড়ক প্রদক্ষিণ শেষে সিকন্দর আলী সড়কের মোড়ে গিয়ে হয়।
জেলা কৃষকদলের আহবায়ক ও জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মো. শামীম আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুল করিম ঈমানী’র পরিচালনায় বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য দেন জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মশিদুল হোসেন, শ্রীমঙ্গল উপজেলা কৃষকদলের আহবায়ক মকসুদুর রহমান মসুদ, কুলাউড়া উপজেলা কৃষকদলের আহবায়ক শোয়েব আহমদ, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, রাজনগর উপজেলা কৃষকদলের আহবায়ক মনির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আতিক, সদর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক কয়েস আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি