ইউকেবিসিসিআই এর প্রতিনিধিদলের সাথে চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৩, ৯:১০:৪৭ অপরাহ্ন
চেম্বার কনফারেন্স হলে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে শনিবার ইউকে বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রতিনিধিবৃন্দের সাথে সিলেট চেম্বার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ।
সভায় ইউকে বাংলাদেশ ক্যাটালিস্ট্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট এম জি মৌলা মিয়া এফআরএসএ মতবিনিময় সভাটি আয়োজনের জন্য চেম্বার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা প্রবাসে থাকলেও দেশের সংস্কৃতি ও দেশের প্রতি ভালোবাসা গভীরভাবে হৃদয়ে ধারণ করি। আমরা চাই আমাদের নতুন প্রজন্ম যাতে দেশের প্রতি আগ্রহী হয়। এ লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তিনি সিলেটে প্রবাসী বিনিয়োগ বৃদ্ধি ও সিলেটের উন্নয়নে ইউকেবিসিসিআই এর পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভাপতির বক্তব্যে সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি তাহমিন আহমদ বলেন, সিলেটের প্রবাসীগণ বৃটেনের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। তারা তাদের শ্রম, মেধা ও পুঁজি খাটিয়ে বৃটেনে একটি শক্তিশালী অবস্থান সৃষ্টি করেছেন, যা আমাদের জন্য অত্যন্ত গৌরবের।
সভায় সিলেটে বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্র ও সম্ভাবনা নিয়ে সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন লিডিং ইউনিভার্সিটির ব্যবসা প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড. বশির আহমদ ভূঁইয়া। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রতিনিধিদলের সদস্য নজমুল ইসলাম নুরু, মোহাম্মদ রহমান জয়নাল, রহিমা মিয়া, এস আই আজাদ আলী, আব্দুল হান্নান তরফদার, শামীমুর রহমান বাশার, এনামুল হক, রফিক মিয়া, সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, পরিচালক মোঃ হিজকিল গুলজার, জনাব জিয়াউল হক, কাজী মোঃ মোস্তাফিজুর রহমান, সাবেক পরিচালক মঞ্জুর মুমিন, হিফজুর রহমান খান, সদস্য এস এম শায়েস্তা তালুকদার, আব্দুল হাদী পাবেল, আরিফ হোসেন, সচিব মোঃ গোলাম আক্তার ফারুক প্রমুখ। বিজ্ঞপ্তি