গোলাপগঞ্জে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২৩, ৫:১৫:৪০ অপরাহ্ন
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেছেন সাবেক শিক্ষামন্ত্রী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ এমপি।
রোববার সকাল ১১ টায় গোলাপগঞ্জ পৌরসভা মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার এদেশের সাধারণ মানুষের কল্যাণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। সাধারণ মানুষ যাতে খাদ্য সংকটে না ভোগে এজন্য ন্যায্য মূল্যে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রয়ের লক্ষে বিভিন্ন স্থানে বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে। আগামী রমজান মাসে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি না করার জন্য সরকার খুবই আন্তরিকভাবে কাজ করছে। মানুষকে ভোগান্তির লক্ষে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে পণ্যের মূল্য বৃদ্ধি করলে কঠোর পদক্ষেপ নেয়া হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, সিলেট জেলা আওয়ামীলীগের নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জিল্লুর রহমান, পৌর কাউন্সিলর ফজলুল আলম, আওয়ামীলীগ পারভেজ আহমদ প্রমুখ।