গোলাপগঞ্জে পুলিশ প্রশাসনের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২৩, ৫:০১:৫৮ অপরাহ্ন
গোলাপগঞ্জ প্রতিনিধি: আসন্ন মাহে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে গোলাপগঞ্জ পুলিশ প্রশাসনের উদ্যোগে ব্যবসায়ীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাত ৮টায় গোলাপগঞ্জ উত্তর বাজারে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম। গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আহাদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ফজলুল আলম, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রুহিন আহমদ খাঁন, আওয়ামীলীগ নেতা ছাদেক আহমদ, উপজেলা মৎস্যজীবি সমিতির সভাপতি নুরুল ইসলাম, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আলেকুজ্জামান আলেক, গোলাপগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিম লিলু, সবজি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সেবুল আহমদ, মৎস্য আড়ৎ ব্যবসায়ী ওলিউর রহমান, গোলাপগঞ্জ ওষুধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সালিক আহমদ, গোলাপগঞ্জ মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি ইজ্জাদ আলী, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সদস্য কাওছার আহমদ প্রমুখ।