শাহজালাল উপশহর কল্যাণ পরিষদের সাধারণ সভা
প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২৩, ৬:১২:৩৬ অপরাহ্ন
শাহজালাল উপশহর কল্যাণ পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে পরিষদের উপশহরস্থ কার্যালয়ে এই সাধারণ সভার আয়োজন করা হয়।
শাহজালাল উপশহর কল্যাণ পরিষদের সভাপতি মো. সফিকুল হক এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল বারীর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পরিষদের প্রধান সদস্য ড. মো. হাসমত উল্লাহ।
বার্ষিক প্রতিবেদন পেশ করেন পরিষদের সাধারণ সম্পাদক কাজী মুজিবুর রহমান। বার্ষিক আর্থিক রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষ কাজী মো. আব্দুল জলিল খান।
বার্ষিক প্রতিবেদন ও বার্ষিক আর্থিক রিপোর্ট এর উপর আলোচনা করেন পরিষদের উপদেষ্টা ডা. আব্দুল ওয়াহিদ, জেলা বারের সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান, পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ গিয়াস উদ্দিন, মুরব্বী দবির আহমদ, এডভোকেট আব্দুল ওয়াদুদ, মো. কবির উদ্দিন, মো. জহির তালুকদার, এনাম উদ্দিন, আব্দুল মজিদ রওশন, মো. তজম্মুল ইসলাম, হেলাল আহমদ, জুনেদ আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের সাবেক সভাপতি ও চেম্বারের বর্তমান পরিচালক এহতেশামুল হক চৌধুরী, পরিষদের সিনিয়র সহ-সভাপতি এ.কে এম বদরুল আমিন হারুন, সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী এড. আব্দুল রকিব, নির্বাচন কমিশনার মিসবাহ উদ্দিন চৌধুরী, পরিষদের সিনিয়র সদস্য চৌধুরী হেলাল আহমদ, বাহার উদ্দিন, এমাদুর রহমান, সংগঠনিক সম্পাদক মো: দিদার হোসেন রুবেল, প্রচার সম্পাদক জয়নুল হক, দপ্তর সম্পাদক মো: রুহেল আলম সিদ্দিকী, মহিলা সম্পাদিকা সাজেদা পারভীন রাজা, সহ যুব ক্রীড়া সম্পাদক দেলোয়ার হোসনে জাহাঙ্গীর জীবন, স্থায়ী সদস্য এড. মো: আব্দুল মোমিন শিপু, ডা: আমিনুল ইসলাম, সিরাজুল ইসলাম, মো: ইব্রাহিম খান সাদেক, মো: ফরিদ আহমদ, মো: কামাল আহমদ, সোহরাব আলী, শিক্ষক মোস্তাক আহমদ চৌধুরী, নাজমুল হক চৌধুরী, জাকারিয়া আল হাসান, মো. বদরুল আমিন, শামসুল ইসলাম প্রমূখ। বিজ্ঞপ্তি