সাদাপাথরে পর্যটকদের নিরাপত্তায় নেই ট্যুরিস্ট পুলিশ
প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২৩, ৭:০৫:১৯ অপরাহ্ন
আব্দুল জলিল, কোম্পানীগঞ্জ: দেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদাপাথর। প্রতিদিন কয়েক হাজার মানুষ ঘুরতে আসেন এখানে। দেশের গণ্ডি পেরিয়ে এখন বিদেশীরাও আসছেন পাহাড় পানি আর পাথরের মিতালি দেখতে। দেশ থেকে বিদেশে এর খ্যাতি ছড়িয়ে পড়ায় প্রচুর পর্যটক আসলেও তাদের নিরাপত্তায় নেই ট্যুরিস্ট পুলিশ। পর্যটকরা কোন সমস্যায় পড়লে অভিযোগের কোন জায়গা নেই। মোবাইল, টাকাপয়সাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল হারিয়ে থানা পুলিশ কিংবা ৯৯৯ নাম্বারে ফোন করে সহযোগিতা চাইতে দেখা যায় কোন কোন পর্যটককে। এ ছাড়াও পর্যটনঘাট ইজারাদাররা পর্যটকদের অনেক সমস্যার বিচার সালিশ করে থাকেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই পর্যটকরা থানা পুলিশ কিংবা বিচারের ঝামেলায় যেতে চাননা। প্রতিদিন সাদাপাথরে প্রায় ৫ হাজার মানুষ ঘুরতে আসেন। তবে ছুটির দিনে ১০-১৫ হাজারেরও বেশি মানুষের সমাগম হয়। এতো পর্যটকের সমাগম হলেও তাদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের শাখা দেওয়া হয়নি সাদাপাথরে।ট্যুরিস্ট পুলিশ সুত্রে জানা গেছে, লোকবল সংকটে সাদাপাথরে দেওয়া যাচ্ছে না শাখা। তবে সাদাপাথরে ট্যুরিস্ট পুলিশের একটি টিম দেওয়ার জন্য উপর মহলে আবেদন করা হয়েছে।
সাদাপাথর ঘুরতে আসা সিয়াম নামের এক পর্যটক জানান, এতো পর্যটকের সমাগম হয় সাদাপাথরে অথচ তাদের নিরাপত্তার কোন ব্যবস্থা নাই। ভারতের সীমানা ঘেঁষা এই স্পটে অনেক সময় সীমানা রেখার ওপারে চলে যায় পর্যটকরা। কোন পর্যটক সমস্যায় পড়লে অভিযোগ দেওয়ার কোন জায়গা নেই। এই স্পটে ট্যুরিস্ট পুলিশের খুব প্রয়োজন।
সিলেট ট্যুরিজম ক্লাবের সভাপতি হুমায়ুন কবির বলেন, দেশের জনপ্রিয় কয়েকটি পর্যটন কেন্দ্রের একটি হলো সাদাপাথর। প্রচুর পর্যটকের সমাগম হয় এখানে। পর্যটকদের নিরাপত্তা ও পর্যটন কেন্দ্রের সুনাম অক্ষুন্ন রাখতে দ্রুত ট্যুরিস্ট পুলিশের একটি শাখা সাদাপাথরে দেওয়া দরকার। এতে করে পর্যটকরা আরো উৎসাহিত হবে সাদাপাথর ভ্রমণে।
ট্যুরিস্ট পুলিশের সিলেট রিজিওনের এডিশনাল এসপি কামরুল ইসলাম জানান, সাদাপাথরে ট্যুরিস্ট পুলিশের একটি টিম দেওয়ার জন্য গত বছরে আমরা প্রস্তাব পাঠিয়েছি। সর্বশেষ ডিসির সাথে মিটিংয়েও বিষয়টি আলোচনা হয়েছে। জনবল না থাকায় সেখানে টিম দেওয়া সম্ভব হচ্ছে না। তবে বিশেষ বিশেষ দিনে যখন পর্যটকদের সংখ্যা বেশি থাকবে তখন সিলেট থেকে টিম পাঠানো হবে।