জেলা প্রশাসক বরাবরে জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২৩, ৭:১৬:০৬ অপরাহ্ন
রিক্সা শ্রমিকদের মধ্যে রেশন কার্ড ও আর্থিক সহায়তা প্রদানের দাবীতে সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবুর রহমান বরাবরে স্মারকলিপি পেশ করেছেন সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-১৬৬৯ এর নেতৃবৃন্দ।
রোববার দুপুরে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি আনোয়র হোসেন আনাই, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, প্রচার সম্পাদক আব্দুস সোবহান, সুবিদবাজার শাখার সহ সভাপতি আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক এরশাদ হোসেন, প্রচার সম্পাদক নুরুল হক, সিলেট সিটি কর্পোরেশনের ৩৪ ওয়ার্ড শাখার সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মুসলিম মিয়া, ১০ ওয়ার্ড শাখার সভাপতি খাজা মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, চৌকিদেখী শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, মেজরটিলা শাখার সভাপতি মোসাব্বির হোসেন, ২৭ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন, ২৩ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক হাসত আলী খোকন, শ্রমিক নেতা আব্দুজ জব্বার, আনিসুর রহমান খান, ছালাহ উদ্দিন, আবাব হোসেন, কাওছার হোসেন, শহীদ বকস প্রমুখ। বিজ্ঞপ্তি