সিলেট পিটিআইয়ে তথ্য অফিসের আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২৩, ৭:২১:৩৪ অপরাহ্ন
স্মার্ট নাগরিক হতে হলে নিজেদেরকে কাজের মধ্যে নিয়োজিত রাখার আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।তিনি রোববার সকাল ১১টায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজ হলরুমে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় জেলা তথ্য অফিস সিলেট কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে একথা বলেন।
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ সিলেট এর অধ্যক্ষ চৌধুরী মামুন আকবর এর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মোঃ সালাহ উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শামীম খান, সহযোগী অধ্যাপক ড. মোঃ দিদার চৌধুরী ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম। বক্তারা সরকারের নানামুখী উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।
সিলেট জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মোঃ লেবাছ উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, মাদ্রাসার প্রিন্সিপালসহ বিপুল সংখ্যক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি