জামালগঞ্জে বাংলাদেশ ইউপি সচিব সমিতি নির্বাচন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২৩, ৮:৫১:০২ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) সুনামগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে অজিত কুমার রায়, সাধারণ সম্পাদক সমীর কান্তি দে ও সাংগঠনিক সম্পাদক পদে জিতেন চৌহান বিজয়ী হয়েছেন।
শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে জেলার ৮৫ জন ইউপি সচিব ভোট প্রদান করেন। নির্বাচনের ফল অনুযায়ী সভাপতি পদে জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের সচিব অজিত কুমার রায় পেয়েছেন ৪৬ ভোট, সাধারণ সম্পাদক পদে সমীর কান্তি দে ৪৩ ভোট ও সাংগঠনিক সম্পাদক পদে জীতেন চৌহান পেয়েছেন ৪৮ ভোট।