ফেঞ্চুগঞ্জে বিজয়ী প্রার্থীর এজেন্টকে নৌকার সমর্থকদের মারধর
প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২৩, ৮:০৪:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা ঘটেছে। সেখানে এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা ও মারধর করছে নৌকা মার্কার পরাজিত প্রার্থীর লোকজন। এ সময় এক হিন্দু পরিবারের ঘর ভাঙচুরও করা হয়। এতে নারীসহ এক স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট আহত হয়েছেন। শনিবার রাত পৌন ১০টায় উপজেলার ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে উজান গঙ্গাপুর গ্রামে ঘটেছে।
আহতরা হলেন, উজান গঙ্গাপুর গ্রামের প্রমুদ দাসের ছেলে পংকজ দাস মুন্না (৩২), একই গ্রামের নিফেন্দ কুমার দাস (৫৫) ও তার স্ত্রী শিফা রানী (৫০)। বিষয়টি নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়েত হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে আবজাল হোসাইন বিজয়ী হন। রাত পৌনে ১০টার দিকে পরাজিত নৌকা মার্কার প্রার্থী জুনেদ আহমদের সমর্থকরা বিজয়ী চেয়ারম্যানের এজেন্ট পংকজ দাস মুন্না ওপর হামলা করে। এ সময় মুন্না নিজেকে রক্ষা করতে পাশ^বর্তী নিফেন্দ কুমার দাসের বাড়িতে আশ্রয় নিলে। সেখানেও গিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফের মুন্নাকে মারধর করে নৌকা মার্কার সমর্থকরা। এ সময় তাদের হামলায় গৃহকর্তা নিফেন্দ কুমার ও তার স্ত্রী আহত হন। ভাঙচুর করা হয় ঘরের মালামালসহ আসবাবপত্র। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে আহত পংকজ দাস মুন্না বলেন, আমি কেন ঘোড়া মার্কার জন্য কাজ করেছি তাই প্রকাশ্যে এসে আমার উপর নৌকার সমর্থকরা হামলা করেছে। এ ঘটনার পর আমিসহ পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় আছি। এ ঘটনায় তিনি থানা অভিযোগ করেছেন বলে জানান।