তাঁতীলীগের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২৩, ৯:০১:২৬ অপরাহ্ন
বাংলাদেশ তাঁতীলীগের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালন করলো সিলেট জেলা ও মহানগর তাঁতীলীগ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার বর্ণাঢ্য র্যালী নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা তাঁতীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ ওলিদুর রহমান চেয়ারম্যানের সভাপতিত্বে ও মহানগর তাঁতীলীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ আবুল হাসনাত বুলবুলের পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খাঁন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আসাদ উদ্দিন আহমদ। বক্তব্য রাখেন মহানগর তাঁতীলীগের সভাপতি নোমান আহমদ, জেলাতাঁতী লীগের সাধারণ সম্পাদক সুজন দেবনাথ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ও মহানগর তাঁতীলীগের সহ সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সম্পাদকম-লী, উপসম্পাদক, সদস্যবৃন্দ ও বিভিন্ন উপজেলা, থানা ও ওয়ার্ড তাঁতী লীগের নেতৃবৃন্দগণ। বিজ্ঞপ্তি