ইবনে সিনা হাসপাতালের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২৩, ৯:১১:০০ অপরাহ্ন
ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান রোববার হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইবনে সিনা ট্রাস্ট ও ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ এর চেয়ারম্যান প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান।
হাসপাতাল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও এজিএম এবং হেড অব এডমিন মো. জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করেন এসিসট্যান্ট ম্যানেজার আব্দুল আজিজ। স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ডিএমএস কর্নেল (অব.) রুকনুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডা. মোদাব্বির হোসেইন ও আব্দুল কাদির খান।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান বলেন, প্রতিদিনের অন্যান্য কর্মকান্ডের সাথে মন দেহকে সুস্থ রাখার জন্য খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার এই আমেজকে কাজে লাগিয়ে রোগীর সেবায় আপনাদের মনোনিবেশ করতে হবে।
সভাপতির বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান ইবনে সিনা হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, এই হাসপাতাল কর্তৃপক্ষ আপনাদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে। আপনারাও রোগীর উন্নত সেবা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের ডেপুটি ম্যানেজার (এডমিন) আলী হায়দার তানভীর, রিকাবীবাজার শাখার ইনচার্জ মো. মোবারক হোসেন, ডেপুটি ম্যানেজার (কাস্টমার কেয়ার) নূরুল হক, ডেপুটি ম্যানেজার (পার্সেজ) মো. আল আমিন, ডেপুটি ম্যানেজার (হিসাব) মো. মনিরুজ্জামান, সিনিয়র এসিসট্যান্ট ম্যানেজার (এডমিন) আজহার উদ্দিন খান, সিনিয়র এসিসট্যান্ট ম্যানেজার (কাস্টমার কেয়ার) মো. শাহেদ আলী, এসিসট্যান্ট ম্যানেজার (এইচআর) ইকবাল হোসেন খন্দকার, এসিসট্যান্ট ম্যানেজার (এডমিন) মাজহারুল ইসলাম মুমিন প্রমুখ। বিজ্ঞপ্তি