এমপিও ভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২৩, ৫:৪৮:৪০ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে শিক্ষক কর্মচারী ও কেন্দ্রীয় মহাজোট কমিটির অংশ হিসেবে সুনামগঞ্জে র্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল ১১ টায় শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষক সমিতির সভাপতি ও এইচ এমপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইনছান মিয়ার সভাপতিত্বে ও সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ স¤পাদক ও সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম শামসুল আলম রাসেল এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জমিরুনুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফররুখ আহমদ তালুকদার, কৃষ্ণনগর হোসেনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুছ ছাত্তার, টেংরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা রহমান, সহকারি প্রধান শিক্ষক জামাল উদ্দিন, গণিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, পালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক প্রমানন্দ দাস, সহকারি প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, সহকারি শিক্ষক নাসরিন আক্তার, সহকারি শিক্ষক সমিতির সাধারণ স¤পাদক মোঃ উস্তার আলী, শিক্ষক জিয়াউর রহমান, শিক্ষক সোহেল আহমদ, শিক্ষক হাসান আমি,শিক্ষক মোতালিব হোসেন, হুমায়ন কবিরসহ প্রমুখ।