বাংলাদেশ লোকসাহিত্য গবেষণা পরিষদের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২৩, ৫:৫৯:৪৫ অপরাহ্ন
বাংলাদেশ লোকসাহিত্য গবেষণা পরিষদ সিলেট বিভাগের আয়োজনে রোববার নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি মিলনায়তনে লন্ডন বাংলা প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক রহমত আলী রচিত কাব্য গ্রন্থ ‘সোনার হরিণ’ এর প্রকাশনা ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ লোকসাহিত্য গবেষণা পরিষদের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী।
বাংলাদেশ লোকসাহিত্য গবেষণা পরিষদ সিলেট বিভাগের সভাপতি অধ্যাপক সিরাজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি শাহ আব্দুস সালামের পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন। বিশেষ আলোচকের বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, কমরেড সিকন্দর আলী, গল্পকার সেলিম আউয়াল, কবি শিকদার মুহাম্মদ কিব্রিয়াহ, সাংবাদিক হৃষীকেশ রায় শংকর, মরমী কবি আব্দুল আজিজ চৌধুরী, অধ্যাপক জান্নাত আরা খান পান্না, কথাশিল্পী সেলিনা জাহান, এম এ আলী জালালাবাদী, আসাদুজ্জামান নূর, কবি কামাল আহমদ, কবি তালেব হোসেন, সাংবাদিক সোহেল আহমেদ, সাংবাদিক জুবায়ের আহমেদ সার্জন, এডভোকেট জাহাঙ্গীর আহমদ, চৌধুরী দেলোয়ার হোসেন জিলন, মাসুদ রানা চৌধুরী, ইমরান আহমেদ এডভোকেট, কবি সাহিনা জালালী পিয়ারা প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি সাংবাদিক রহমত আলী, বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন ও কথা শিল্পী সেলিনা জাহান-কে বাংলাদেশ লোকসাহিত্য গবেষণা পরিষদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়। বিজ্ঞপ্তি