দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ : প্রবাসী কল্যাণ মন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২৩, ৯:০৫:০৩ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, সরকার দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে কৃষকদের কল্যাণে সার-বীজ দিয়ে সহযোগিতা করে আসছে। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার, প্রধানমন্ত্রী নিজেই গণভবনে কৃষি পণ্য উৎপাদনে এগিয়ে এসেছেন। দেশের কৃষি ব্যবস্থার উন্নয়নে সরকার নানা প্রকল্প হাতে নিয়েছে। প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার, বীজ দিয়ে সহায়তা করে যাচ্ছে। সরকার কৃষি উন্নয়নে বিভিন্ন উদ্যাগ গ্রহণ করায় দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
সোমবার সকাল সাড়ে ১০টায় জৈন্তাপুর উপজেলায় কৃষি সমাবেশ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপা মনি দেবী, সিনিয়র সহকারী পুলিশ সুপার কানাইঘাট (সার্কেল) আব্দুল করিম, জৈন্তাপুর মডেল থানায় অফিসার (ইনচার্জ) ওমর ফারুক জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ফখরুল ইসলাম, চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান করিম, ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিক আহমদ, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার খায়রুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নিপেন্দ্র কুমার দে, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসনু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ।
চলিত অর্থ বছরের খরিফ মৌসুমে আউস ধানের বীজ ও প্রনোদনা কার্যক্রমের অংশ হিসাবে বিনামূল্যে ২২শত কৃষক এবং উপজেলা পরিষদ থেকে আর ৪ শত কৃষকদের মাঝে বিনা মুল্যে বীজ, সার বিতরণ করা হয়েছে।এদিকে, সোমবার বিকেলে গোয়াইনঘাট উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামূল্যে বীজ, সার বিতরণ ও কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণমন্ত্রী।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, সিলেট জেলা পরিষদের সদস্য সুবাস দাস, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে. এম নজরুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ, গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লোকমান হোসেন সিকদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদ, সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজীব সহ প্রমুখ।