চিকাডহর নারাইনপুর ক্রিকেট ক্লাবের চ্যাম্পিয়ন সেলিব্রেশন প্রোগ্রাম
প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২৩, ৯:১৩:৪৯ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: কোম্পানীগঞ্জ চ্যাম্পিয়ন ট্রফির ৫ম আসরের বিজয়ী “চিকাডহর নারাইনপুর ক্রিকেট ক্লাব” এর পক্ষ থেকে চ্যাম্পিয়ন সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে ভোলাগঞ্জ সাদাপাথর রিসোর্টে এই চ্যাম্পিয়ন সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।চিকাডহর নারাইনপুর ক্রিকেট ক্লাব এর আয়োজনে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন সেলিব্রেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ চ্যাম্পিয়ন ট্রফির ১ম পুরষ্কার দাতা সাজ্জাদ হোসেন দুদু।
চিকাডহর নারাইনপুর ক্রিকেট ক্লাবের টিম ম্যানেজার আব্দুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মো: জামাল উদ্দিন।ভোলাগঞ্জ উদয়ন সংঘের সাবেক সাধারণ সম্পাদক এখলাস আহমেদ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ চ্যাম্পিয়ন ট্রফির আয়োজন কমিটির সদস্য গিয়াস উদ্দিন, রজন মিয়া, শৈবাল শাহরিয়ার সাজন, সুমন ভূইয়া, শরিফুল ইসলাম ডালিম, চিকাডহর নারাইনপুর ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মনাফ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের অফিস সম্পাদক আনোয়ার সুমন, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ফখর উদ্দিন, সদস্য ফারুক আহমদ, কলাবাড়ী ক্রিকেট ক্লাবের সহ সভাপতি জালাল আহমদ, অধিনায়ক হারুন উর রশিদ, ভোলাগঞ্জ উদয়ন সংঘের অধিনায়ক জুবায়ের আহমদ, জালিয়ারপাড় ক্রিকেট ক্লাবের অধিনায়ক নজরুল ইসলাম, ভোলাগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এম.জি.আর.কামাল প্রমুখ।অনুষ্ঠানে চিকাডহর নারাইনপুর ক্রিকেট ক্লাবের খেলোয়াড়দের সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।