পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় ও কলেজে বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২৩, ৭:১২:১৮ অপরাহ্ন
সিলেটের সদর উপজেলার পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় ও কলেজে এসএসসি ২০২৩ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠানের গভর্ণিং বডির সভাপতি মোঃ হিরন মিয়া।
অধ্যক্ষ মোহাম্মদ আতিকুর রহমানের সভাপত্বিতে ও এসএসসি পরীক্ষার্থী ইয়াছমিন আক্তারের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গভর্ণিং বডির অভিভাবক সদস্য রতীশ সেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ হোসেন আহমদ শাহ, মো: শামসুল আলম সহকারী শিক্ষক (গণিত), মোছা: শেলিনা আক্তার, সহকারী শিক্ষক (সমাজবিজ্ঞান)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো: আনহার মিয়া, মো: আহমদ হোসেন, ফাহমিদা জাহান, কামরুন নাহার, রিপা রানী দাস, যাওয়াদ হোসেন, রাজিব মন্ডল, নাজমুল হুদা জুনেদ ট্রেড অ্যাসিসটেন্ট (রেফ্রি: এন্ড এয়ার কন্ডি:), খাদিজা বেগম চৌধুরী ট্রেড অ্যাসিসটেন্ট (অ্যাপা: মেনু: আন্ড বেসিকস), রিয়াজ উদ্দিন (প্রভাষক), হাসিনা বেগম (প্রভাষক), শিরিনা বেগম (সহকারী শিক্ষক)।