বড়লেখায় প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে হবিগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতি চ্যাম্পিয়ন
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২৩, ৭:৩৭:৩০ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এনসিএম হাইস্কুল মাঠে মঙ্গলবার অনুষ্ঠিত দক্ষিণভাগ কাতার প্রবাসী প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় জলঢুপ দক্ষিণভাগ স্পোর্টিং ক্লাবকে ট্রাইবেকারে হারিয়ে হবিগঞ্জ খেলোয়ার কল্যাণ সমিতি চ্যাম্পিয়ন হয়েছে।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আমির উদ্দিনের সভাপতিত্বে ও ইউপি সদস্য আজিজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, সুজানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নছিব আলী প্রমুখ ।