গোয়ালাবাজারে বিএসটিআই’র জরিমানা
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২৩, ৮:৩৯:১৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজারে মঙ্গলবার অভিযান চালিয়েছে বিএসটিআই বিভাগীয় অফিস। অভিযানে ৫টি প্রতিষ্ঠান থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় মৌচাক সুইট এন্ড ডিপার্টমেন্টাল স্টোরে মোড়কজাত সনদ গ্রহণ না করে দই, কেক বাজারজাত করায় ৫ হাজার টাকা, বনফুল এন্ড কোং এ কেক পণ্যে উৎপাদন, মেয়াদ এবং খুচরা বিক্রয় মূল্য না থাকায় ৩ হাজার টাকা, শেখ তানভীর ট্রেডার্সে মান সনদ গ্রহণ ব্যতীত দই বাজারজাতকরণ এবং মিথ্যা তথ্য প্রদানের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আরো দুইটি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার আইন অনুযায়ী ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
ওসমানীনগরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ এর নেতৃত্বে অভিযানে প্রসিকিউটর হিসাবে বিএসটিআই বিভাগীয় অফিস সিলেটের কর্মকর্তা মরিয়ম এবং শাওন কুমার ধর আবীর দায়িত্ব পালন করেন।