গোয়াইনঘাটে প্রাথমিক বিদ্যালয়ে আসন সঙ্কটে পাঠদান ব্যাহত
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২৩, ৮:৫৯:১৭ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাটে বিদ্যালয়ে ভবন নির্মাণের জন্য পুরনো ভবন ভেঙ্গে ফলায় পাঠদানে বিপাকে পড়েছেন শিক্ষকরা। তিন শতাধিক শিক্ষার্থীদের এখন নেই বসার স্থান। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ শিক্ষানুরাগীদের সহায়তা কামনা করছেন তারা।
গোয়াইনঘাটের বড়ঘোষা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের জন্য পুরাতন ভবন ভেঙ্গে ফেলায় কার্যক্রম চালাতে বিপাকে পড়েছেন শিক্ষক শিক্ষার্থীরা। মাত্র দুটি রুম বিশিষ্ট ভবনে অফিসসহ শ্রেণী কার্যক্রম চালাতে হিমশিম খেতে হচ্ছে। এসএমসি ও এলাকার সহায়তায় সাময়িক কার্যক্রম চালাতে স্কুলের আঙ্গিনায় একটি চালাঘর করে পাঠদান চললেও কালবৈশাখী আর বৃষ্টির কারণে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ২০২৪ সালের জুলাই মাস পর্যন্ত চলবে নতুন ভবনের কাজ।
এ ব্যাপারে প্রধান শিক্ষক আইয়ূব আলী জানান, শিক্ষার্থীদের পাঠগ্রহণে দুশ্চিন্তায় রয়েছি। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাহী অফিসারকে বিষয়টি অবহিত করেছি। অস্থায়ীভাবে একটি শ্রেণীকক্ষের প্রয়োজন। তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের সহায়তা কামনা করছেন।