জগন্নাথপুরে এক বছর পর চালু হলো ছোট ব্রিজ
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০২৩, ৭:৩১:৪৯ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের বুকচিরে বয়ে গেছে নলজুর নদী। নদীর উপর রয়েছে ছোট-বড় দুইটি ব্রিজ। এসব ব্রিজের মাধ্যমে যুগ যুগ ধরে জগন্নাথপুর-সিলেট লাইনে যোগাযোগ রক্ষা হয়ে আসছে। এর মধ্যে গত প্রায় এক বছর আগে হঠাৎ করে শহীদ মিনার এলাকায় নলজুর নদীর উপর থাকা ছোট ব্রিজের একাংশ দেবে যায়। এতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। শুধু পায়ে হেঁটে চলাচল করেন মানুষ। ফলে পৌর শহরে যানজট আরো বেড়ে যায়।
অবশেষে জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে দেবে যাওয়া সেই ছোট ব্রিজটি মেরামত করে আবারো সচল করা হয়েছে। পুরাতন পাকা ব্রিজের দেবে যাওয়া অংশে স্টিলের পাটাতন ও রেলিং বসিয়ে কাজ করা হয়েছে। বুধবার কাজ শেষ হয়ে পুনরায় ব্রিজটি চালু হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।
এ বিষয়ে জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন বলেন, পৌর শহরের যানজট নিরসনে ও জনভোগান্তি লাঘবে পৌরসভার উদ্যোগে প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে এ ব্রিজটি মেরামত করে পুনরায় চালু করা হয়েছে।