সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভা
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০২৩, ৭:৩৩:০৫ অপরাহ্ন
সিলেট বিভাগ গণদাবী ফোরাম রমজান মাসে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ, দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতি রোধ এবং ভেজাল খাদ্যদ্রব্য বিক্রির বিরুদ্ধে ব্যবস্থান গ্রহণের দাবী জানিয়েছে।
বুধবার দুপুরে সিলেট বিভাগ গণদাবী ফোরামের এক জরুরী সভায় এ দাবী জানানো হয়। নগরীর সুরমা ম্যানশনস্থ সংগঠনের কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট এর সভাপতিত্বে সভায় উপস্থিত সদস্যবৃন্দ সিলেট বিভাগের জনজীবনে বিরাজমান সমস্যা সম্পর্কে আলোকপাত করে আশু করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন।
সভায় বলা হয়, সিলেট বিভাগের সর্বত্র বিদ্যুতের সীমাহীন লোডশেডিং, অফিস আদালত, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যবহত হওয়ায় জনজীবনে চরম দুর্দশার কারণ হয়ে দাঁড়িয়েছে। এহেন অবস্থা নিরসনে আসন্ন পবিত্র মাহে রমজানে ইফতার ও সেহেরীর সময় সিলেট বিভাগের সর্বত্র নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহের দাবী জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বদরুল আহমদ চৌধুরী এডভোকেট, বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়া, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সিলেট মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডাভোকেট, সিলেট জেলা শাখার সভাপতি দেওয়ান মসুদ রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হেসেন জিলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী, শিক্ষক আব্দুল মালিক, শরিফুল হুদা চৌধুরী এডভোকেট, ওয়াহিদুর রহমান এডভোকেট, নেপাল চন্দ্র চন্দ এডভোকেট, মলয় চক্রবর্তী এডভোকেট, আনোয়ার উদ্দিন বুরহানাবাদী, সাবেক মেম্বার ইর্শাদ আলী, কয়েছ আহমদ সাগর, আমীন তাহমিদ, এমএ জলিল, শওকত আলী প্রমুখ। বিজ্ঞপ্তি