তাহিরপুরে ইজিবাইক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০২৩, ৮:২৫:৫২ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরে ইউনিয়নের ইজিবাইক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি শেখ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন মিয়া ও কোষাধ্যক্ষ পদে রুহুল আমিন বিজয়ী হয়েছে।
বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত ইজিবাইক সমবায় সমিতির কার্যালয়ে তিনটি পদে ভোট গ্রহণ সম্পন্ন হয়। পরে গননা শেষে সমবায় কর্মকর্তা আশীষ আর্চাজি ফলাফল ঘোষণা করেন।
তিনি জানান, উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে নির্বাচনের ভোট গ্রহণ শেষ করা হয়েছে। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক পদসহ ৯টি পদ রয়েছে। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন ৬জন প্রার্থী। নির্বাচনে মোট ভোটার ১২০ জন ভোটার তাদের ভেট প্রধান করবেন।