জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিকে মহানগর বিএনপির অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০২৩, ৮:৩৫:১৮ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ। পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।
এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির নবনির্বাচিত সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, সফল কাউন্সিলের মাধ্যমে জেলা বিএনপির শীর্ষ নেতৃত্ব নির্বাচনের পর ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ও ৯১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি অনুমোদনের মাধ্যমে সিলেটে বিএনপির কার্যক্রম আরো শক্তিশালী ও সুসংহত হবে। আওয়ামী বাকশালী সরকারের হাত থেকে অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনে এই কমিটি অগ্রনী ভুমিকা পালন করবে বলে আমাদের প্রত্যাশা। বিজ্ঞপ্তি