ফুলকুঁড়ি পাঠক আড্ডা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৩, ৫:৫১:২৩ অপরাহ্ন
সচিত্র শিশুকিশোর মাসিক ফুলকুঁড়ি পত্রিকার বর্ণিল প্রকাশনার ৪৫ ফাগুন উপলক্ষে মাসিক ফুলকুঁড়ি পাঠক আড্ডার আয়োজন করে ফুলকুঁড়ি আসর সিলেট মহানগরী শাখা।
ফুলকুঁড়ি আসর সিলেট মহানগরীর ফাউন্ডেশন সম্পাদক আবসার হামিদ রিমন এর ব্যবস্থাপনায় ‘মাসিক ফুলকুঁড়ি পাঠক আড্ডা’য় অতিথি ছিলেন ফুলকুঁড়ি আসর সিলেট মহানগরীর প্রাক্তন পরিচালক এবং শাখার কিশোর থিয়েটার উপদেষ্টা আহমদ মাহবুব ফেরদৌসী, সাবেক সংগঠক সানাউল ইসলাম সুয়েজ, প্রাক্তন শাখা পরিচালক আজহার উদ্দিন খান, প্রাক্তন শাখা সহকারী পরিচালক আবিদ সালমান এবং কেন্দ্রীয় কর্মিপরিষদ সদস্য ও সিলেট মহানগরী শাখার পরিচালক আহমদ তালহা।
এছাড়াও উপস্থিত ছিলেন শাখার সহকারী পরিচালক রাজু আহমেদ, শাখার অফিস সম্পাদক অগ্রপথিক আব্দুল্লাহ নাজির তুর্জ, অর্থ সম্পাদক মুতাব্বির হোসাইন, শাখার সিএসডি সম্পাদক হাফেজ তারেক আহমেদ, শাখার পাঠাগার সম্পাদক তানবীর হাসান সালমান, শাখার ফুলমেলা সম্পাদক শাহেদ সাইফুল্লাহ সহ অঞ্চল পরিচালক এবং শাখার সংগঠকবৃন্দ। বিজ্ঞপ্তি