সুনামগঞ্জে পিআইসি কার্যক্রম পরিদর্শন পরবর্তী মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৩, ৬:৫৯:৩৩ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন পরবর্তী পিআইসির কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ শহরের কাজির পয়েন্টস্থ লতিফা গেস্ট হাউজের কনফারেন্স হলে এএলআরডির সহযোগিতায় হাওর এরিয়া আপলিফটমেন্ট সোসাইটি হাউস’র আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সুজনের নির্বাহী পরিচালক নির্মল ভট্টাচার্য্যের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফিুর রহমান রাজু, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, পদ্মার নির্বাহী পরিচালক মো. সাজ্জাদাুর রহমান, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)এর সুনামগঞ্জ জেলা সাধারণ স¤পাদক সাইফুল ইসলাম ছদরুল, বিআরডিএস’র পরিচালক জান্নাত মরিয়ম, রুশনারা বেগম প্রমুখ। মতবিনিময় পরিচালনা করেন হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ।
সভায় সুজন, পদ্মা, হাউস ও বিআরডিএস-এ চারটি সংগঠনের নির্বাহী পরিচালকরা জানান, তারা সুনামগঞ্জ সদর উপজেলা, শান্তিগঞ্জ ও বিশ্বম্ভরপুর উপজেলার শতাধিক ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন। গত ২০ মার্চ পর্যন্ত এ শতাধিক বাঁধে ৭০ থেকে ৭৫ ভাগ কাজ স¤পন্ন হয়েছে। জেলার বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ সম্পন্ন করার দাবিও জানান চারটি সংগঠন নেতারা। বক্তারা বলেন, ২০ থেকে ২৫ বছর ধরে হাওরের ফসল রক্ষা বাঁধে সরকারের যে পরিমাণ টাকা খরচ হয়েছে সে টাকা দিয়ে সুনামগঞ্জের প্রধান প্রধান নদীগুলো খনন করা যেত। হাওরের ফসল রক্ষা করতে হলে নদ-নদীগুলো খনন করার দাবী জানান তারা।