ভাঙা হচ্ছে জগন্নাথপুর পৌর শহরের সেই বড় ব্রিজ
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৩, ৭:০৩:২২ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের বুক চিরে বয়ে গেছে নলজুর নদী। নদীর উপর রয়েছে ছোট-বড় দুইটি ব্রিজ। এসব ব্রিজের মাধ্যমে যুগযুগ ধরে জগন্নাথপুর-সিলেট লাইনে যোগাযোগ রক্ষা হয়ে আসছে। এর মধ্যে পৌর পয়েন্ট থেকে খাদ্যগুদাম এলাকায় নলজুর নদীর উপর থাকা সেই বড় ব্রিজ ভাঙা হচ্ছে।
এখানে দৃষ্টিনন্দন আর্চসেতু নির্মাণের কাজ শুরু করতে এরশাদ সরকার আমলের ঐতিহ্যবাহী সেই পুরনো বড় ব্রিজটি ভাঙা হচ্ছে বলে বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা এলজিইডি কর্তৃপক্ষের পক্ষ থেকে মাইকিং করা হয়। এখন থেকে হেলিপ্যাড থেকে সি এ মার্কেট হয়ে বিকল্প সেতু ও শহীদ মিনার এলাকায় থাকা ছোট ব্রিজ দিয়ে চলাচল করার জন্য সবাইকে জানানো হয়েছে।