জগন্নাথপুরে রমজানকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৩, ৭:০৫:২২ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: রহমত, মাগফিরাত ও নাজাতের মাস মাহে রমজানকে স্বাগত জানিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে স্থানীয় পৌর পয়েন্টে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন মুফতি গিয়াস উদ্দিন, মাওলানা আবু আইয়ূব আনছারী সহ আলেম উলামাগণ। এতে তালামীযের সকল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় রমজানের পবিত্রতা রক্ষা করতে সবার প্রতি আহবান জানানো হয়েছে।