হবিগঞ্জে বিএসটিআই’র জরিমানা
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৩, ৭:৫৫:৫১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: হবিগঞ্জে ২টি মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানে ৩০ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই সিলেট বিভাগীয় অফিস। বৃহস্পতিবার হবিগঞ্জ সদরে এই অভিযান চালায় তারা। এসময় লাখাই রোডে বিএসটিআই হতে সিএম সনদ গ্রহণ ব্যতিরেকে ব্রেড, বিস্কুট ও কেক পণ্যসমূহ উৎপাদন, বিক্রি ও বাজারজাত এবং লেবেলে গুনগত মানচিহ্ন ব্যবহার করার অপরাধে মেসার্স আমেনা বেকারিতে ১০ হাজার টাকা, সিএম সনদ গ্রহণ ব্যতিরেকে দই উৎপাদন, বিক্রয় ও বিতরণ করার অপরাধে মেসার্স জয়দ্বীপ মিষ্টান্ন ভাণ্ডারে ১০ হাজার টাকা এবং মেসার্স রাজদ্বীপ মিষ্টান্ন ভাণ্ডারে মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতিরেকে ফার্মেন্টেড দই উৎপাদন, বিক্রয় ও বিতরণ করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রহমান এবং তুহিন হোসেন মোবাইল কোর্ট দুইটিতে নেতৃত্বে দেন। এসময় বিএসটিআই সিলেট বিভাগীয় অফিসের কর্মকর্তা রাইসুল ইসলাম এবং শাওন কুমার ধর আবীর প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।