শাহপরানে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৩, ৭:২০:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট সদরের পীরেরচক বাজার এলাকায় মাটি কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে যুবক খুনের ঘটনায় মামলায় একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃত মাহমুদ হোসেন (৪৫)। সিলেট সদর উপজেলা পীরেরচক কুশিরগুল গ্রামের বাসিন্দা। এর আগে বুধবার রাতে বটেশ্বর এলাকা থেকে মাহমুদকে গ্রেফতার করা হয়।
গত রোববার সকাল সাড়ে ৮টার দিকে পীরেরচক বাজার এলাকায় বিরোধপূর্ণ জায়গায় মাটি কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে পীরেরচক কুশিরগুল গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে আশিক মিয়া (৩৪) খুন হন। মাটি কাটার মেশিন (এস্কেভেটর) দিয়ে তার বুকে আঘাত করা হলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের ছোট ভাই মাসুক মিয়া বাদি মামলা দায়ের করেন।