রমজান উপলক্ষে এসএমপি কমিশনারের নির্দেশনা
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৩, ৭:২৬:৩০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্রিফিং করেছেন সিলেট মেট্রোপলিটনের পুলিশ কমিশনার। ব্রিফিংয়ে তিনি বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণে ও রমজানে জনগণের ভোগান্তি দূরকরনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যেতে বলেন তিনি।
বুধবার সন্ধ্যায় এসএমপি পুলিশ লাইন্সে কমিশনার মো. ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মু. মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মো. জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক ও ইএন্ডডি) মুহাম্মদ আবদুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন ও ডিবি) মো. জাহেদ পারভেজ চৌধুরী সহ সকল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, আর আই পুলিশ লাইন্স, বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।